ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দৈনিক বাংলা মোড়ে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ৪৩১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে দায়িত্বরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। দৈনিক বাংলা মোড়ে সংঘর্ষের সময় আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে তিনি মারা যান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম-পরিচয় জানা যায়নি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাকে মৃত ঘোষণা করেছি।

ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন পুলিশ সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে সংঘর্ষে আমাদের বাহিনীর একজন নিহত হয়েছে। নাম-পরিচয় এখনও জানা যায়নি। দ্রুতই জানানো হবে।’

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিকেল সাড়ে ৪টায় বলেন, ‘বিকেলে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তিকে হাসপাতালে আনে অন্য সদস্যরা। দৈনিক বাংলা মোড় থেকে তাকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের তার নেমপ্লেট পাওয়া যায়নি। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, তার মাথায় গুরুতর আঘাত করা হয়েছিল। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দাবি করেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দৈনিক বাংলা মোড়ে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

রাজধানীতে দায়িত্বরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। দৈনিক বাংলা মোড়ে সংঘর্ষের সময় আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে তিনি মারা যান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম-পরিচয় জানা যায়নি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাকে মৃত ঘোষণা করেছি।

ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন পুলিশ সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে সংঘর্ষে আমাদের বাহিনীর একজন নিহত হয়েছে। নাম-পরিচয় এখনও জানা যায়নি। দ্রুতই জানানো হবে।’

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিকেল সাড়ে ৪টায় বলেন, ‘বিকেলে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তিকে হাসপাতালে আনে অন্য সদস্যরা। দৈনিক বাংলা মোড় থেকে তাকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের তার নেমপ্লেট পাওয়া যায়নি। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, তার মাথায় গুরুতর আঘাত করা হয়েছিল। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দাবি করেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়া হয়েছে।