বিএনপি আবারও অগ্নিসংযোগ-ভাঙচুরের পথ বেছে নিয়েছে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
নির্বাচন ভন্ডুল করতে বিএনপি আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুরের পথ বেছে নিয়েছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল বিএনপি আন্দোলনের নামে কী করেনি। মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সাংবাদিকদের ওপর হামলা করেছে। পুলিশ সদস্যকে হত্যা করেছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের মানুষকে হতাশ করেছে। আমরা মর্মাহত হয়েছি। আমরা বিএনপি-জামায়াতকে সব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে আলোর পথে ফিরে আসার জন্য বরাবরের মতো আহবান জানাচ্ছি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারছে। এছাড়াও এই সংগঠনটিকে আদালত সন্ত্রাসী সংগঠন বলে রায় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।’
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, এজন্যই আমরা শান্তি সমাবেশে করছি। এখন তারা আমাদের ওপর হামলে করলে তখন আমরা পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেব। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপদ নয়। দেশবাসী সেটা গতকাল দেখেছে।’
এসময় তিনি অভিযোগ করেন, ‘বিএনপি গতকাল সমাবেশের নামে তাণ্ডব চালিয়েছে। এটা তাদের পরিকল্পিত সন্ত্রাস। বিএনপি শুধু মুখেই আন্দোলনের কথা বলে আসলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডই চালাতে চায়।বিএনপি ক্যাডাররা শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আজকে তারা একটি বাসসহ একজন শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে।’
এসময় তিনি আরও মন্তব্য করেন, ‘প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো মানে দেশের বিচার ব্যবস্থার ওপর আঘাত করা।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন,’আমরা গতকাল ও আজকের হামলার বিচার দাবি করছি। এই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিরোধের আহবান জানাচ্ছি। আর ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতার পরিবর্তনে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনে জনগণ যদি আমাদের না চাই আহলে আমরা সরে যাব। আর যদি মনে করেন নির্বাচন প্রক্রিয়াকে ভন্ডুল করার চেষ্টা করে সেটা আমরা মেনে নেব না। একাধারে তিনবার আমরা ক্ষমতায় ছিলাম। এখনও ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। জনগণ আমাদের পাশে আছে। একটি ত্রুটিমুক্ত নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।’