পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিলো ভারত। এখন থেকে প্রতি টন পেঁয়াজ রপ্তানির দর দ্বিগুণ করে নির্ধারণ করা হয়েছে ৮০০ ডলার। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
এতে বলা হয়, সম্প্রতি ফলন কম হওয়ায় ভারতের বেশ কিছু রাজ্যে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে। অভ্যন্তরীণ বাজারে দাম কমানোর লক্ষ্যেই পেঁয়াজ রপ্তানিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা আজ থেকে কার্যকর হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
তবে বিজ্ঞপ্তি জারির আগে যেসব পেঁয়াজ শুল্কায়নের জন্য বন্দরে পৌঁছেছে, তার ওপর এই ন্যূনতম মূল্য প্রযোজ্য হবে না।
চাহিদা পূরণে মূলত ভারত থেকেই বেশি পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ। বর্তমানে রাজধানীর বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকার ওপরে আর আমদানি পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা।