ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুযোগ ছিল হোয়াইটওয়াশ করার। কিন্তু সেটি করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। রোববার (২৯ অক্টোবর) সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ।

পরাজয়ের দিনে নতুন রেকর্ড গড়েছেন নাহিদা আক্তার। ৭২ ম্যাচে ৮৫ উইকেট নিয়ে সালমা খাতুনকে টপকে টি-টোয়েন্টিতে এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই সিদরা আমিনকে বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন সানজিদা আক্তার মেঘলা। কিন্তু এরপর জুটি বাঁধেন মুনিবা আলী ও বিসমাহ মারুফ। দ্বিতীয় উইকেটে ১০৬ রান যোগ করেন তারা। যা এই উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ।

৪৯ বলে ৮ চারে মুনিবাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদা। সঙ্গে গড়েন নিজের রেকর্ড। বিসমাহর ব্যাট থেকে আসে ৪৮ রান। তাতে ৪ উইকেট হারিয়ে ১৩২ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন ফারিহা তৃষ্ণা।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক হতে চেয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার। সাদিয়া ইকবালের বলে ৪ দিয়ে রানের খাতা খোলেন সুমাইয়া আক্তার। কিন্তু ওই পর্যন্তই। ৩ বলে ৪ রান করেই থামেন তিনি। শামীমা আর সোবহানা বড় ইনিংস খেলার চেষ্টা করলেও ব্যর্থ হন।

মাঝে শরীফা খাতুন ১৮ আর রাবেয়া খান ১১ রান না করলে ১০০ এর আগেই থামতে পারতো বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১০১ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল এবং আলিয়া রিয়াজ।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ

আপডেট সময় : ০৩:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুযোগ ছিল হোয়াইটওয়াশ করার। কিন্তু সেটি করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। রোববার (২৯ অক্টোবর) সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ।

পরাজয়ের দিনে নতুন রেকর্ড গড়েছেন নাহিদা আক্তার। ৭২ ম্যাচে ৮৫ উইকেট নিয়ে সালমা খাতুনকে টপকে টি-টোয়েন্টিতে এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই সিদরা আমিনকে বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন সানজিদা আক্তার মেঘলা। কিন্তু এরপর জুটি বাঁধেন মুনিবা আলী ও বিসমাহ মারুফ। দ্বিতীয় উইকেটে ১০৬ রান যোগ করেন তারা। যা এই উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ।

৪৯ বলে ৮ চারে মুনিবাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদা। সঙ্গে গড়েন নিজের রেকর্ড। বিসমাহর ব্যাট থেকে আসে ৪৮ রান। তাতে ৪ উইকেট হারিয়ে ১৩২ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন ফারিহা তৃষ্ণা।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক হতে চেয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার। সাদিয়া ইকবালের বলে ৪ দিয়ে রানের খাতা খোলেন সুমাইয়া আক্তার। কিন্তু ওই পর্যন্তই। ৩ বলে ৪ রান করেই থামেন তিনি। শামীমা আর সোবহানা বড় ইনিংস খেলার চেষ্টা করলেও ব্যর্থ হন।

মাঝে শরীফা খাতুন ১৮ আর রাবেয়া খান ১১ রান না করলে ১০০ এর আগেই থামতে পারতো বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১০১ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল এবং আলিয়া রিয়াজ।