বিপৎসীমা অতিক্রম করে ফেলেছে ইসরায়েল: ইরান

- আপডেট সময় : ০৩:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৪৭০ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলের তাণ্ডব বিপৎসীমা অতিক্রম করে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে রাইসি বলেন, বিপৎসীমা অতিক্রম করে ফেলেছে ইসরায়েল। এর কারণে সবাই অ্যাকশনে যেতে বাধ্য হতে পারে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে বলেছে কিছু না করতে, কিন্তু তারাই ইসরায়েলকে ব্যাপক সমর্থন দিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানকে এ সংঘাতে না জড়ানোর জন্য সতর্কবার্তা দিয়েছে। ওয়াশিংটন বলছে, ইরান যুক্ত হলে এ যুদ্ধ বৃহৎ আকার ধারণ করতে পারে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। অপরদিকে হামাসের হামলায় মারা গেছে ১ হাজার ৪০০’র বেশি ইসরায়েলি।