গাজার হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের

- আপডেট সময় : ০৮:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ৪৫৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-কুদস হাসপাতাল আবারও খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল। চিকিৎসকরা বলছেন, হাসপাতাল থেকে রোগী সরিয়ে নেয়া অসম্ভব। এছাড়াও, সেখানে প্রায় ১৪ হাজার বেসামরিক নাগরিক অবস্থান করছে। হাসপাতালটিতে হামলার আশঙ্কা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে, সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০১৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সংঘাতে মোট যত শিশু নিহত হয়েছে তার চেয়ে গাজায় গত তিন সপ্তাহে বেশি শিশু নিহত হয়েছে। গত ৭ই অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গাজার জনগণের জন্য ত্রাণ সরবরাহে বাধা দেয়া একটি যুদ্ধাপরাধ হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করে তিনি বলেন, ইসরাইলকে অবশ্যই গাজাবাসীর জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিশ্চিত করতে হবে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গোলাবর্ষণ অব্যাহত রখেছে ইসরাইল বাহিনী। ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৮ হাজারের বেশি ফিলিস্তিনি হয়েছে।
চলমান সংঘাত নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আহ্বানে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে।