ডেঙ্গুতে গেল ৮ প্রাণ, হাসপাতালে ১৭০৮
- আপডেট সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ৪৩৮ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকা ও এর বাইরে ৪ জন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১ হাজার ৩৪১ জন মারা গেছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার ভেতর এসব রোগী মারা গেছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮০০ জন নতুন রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬ হাজার ৪৬৩ জন রোগী। এর মধ্যে ১ হাজার ৭৮৪ জন ঢাকায় এবং ৪ হাজার ৬৭৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।