ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ৭ম খণ্ড’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। বিএনপি নেতারা ভীতু। কর্মীরা যাওয়ার আগে নেতারা পালিয়ে গেছে। বিএনপি নেতারা সামনে আসতে ভয় পায়, তাই ভার্চ্যুয়ালি কর্মসূচি দিচ্ছে।

মন্ত্রী বলেন, বিদেশিদের বিবৃতি সহিংস কার্যক্রম বন্ধে ভূমিকা রাখবে বলে মনে করি। একইসাথে ভিসানীতি প্রয়োগে বিএনপির এসব সন্ত্রাসী কার্যক্রম বিবেচনায় রাখার আহ্বান।

বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই। এটি সন্ত্রাসী সংগঠনের চূড়ান্ত রূপ ধারণ করেছে। তাই তাদের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। তবে যারা দেশের সংবিধান মানে তাদের সাথে আলোচনা করতে পারে সরকার বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা দেখার পর বেগম জিয়া ভালো আছেন। এতে স্বস্তি প্রকাশ করছি। এতেই প্রমাণিত হয় বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার ও রাজনীতি করে।

নিউজটি শেয়ার করুন

বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১১:১৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ৭ম খণ্ড’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। বিএনপি নেতারা ভীতু। কর্মীরা যাওয়ার আগে নেতারা পালিয়ে গেছে। বিএনপি নেতারা সামনে আসতে ভয় পায়, তাই ভার্চ্যুয়ালি কর্মসূচি দিচ্ছে।

মন্ত্রী বলেন, বিদেশিদের বিবৃতি সহিংস কার্যক্রম বন্ধে ভূমিকা রাখবে বলে মনে করি। একইসাথে ভিসানীতি প্রয়োগে বিএনপির এসব সন্ত্রাসী কার্যক্রম বিবেচনায় রাখার আহ্বান।

বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই। এটি সন্ত্রাসী সংগঠনের চূড়ান্ত রূপ ধারণ করেছে। তাই তাদের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। তবে যারা দেশের সংবিধান মানে তাদের সাথে আলোচনা করতে পারে সরকার বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা দেখার পর বেগম জিয়া ভালো আছেন। এতে স্বস্তি প্রকাশ করছি। এতেই প্রমাণিত হয় বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার ও রাজনীতি করে।