‘এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই’
- আপডেট সময় : ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।
আজ সোমবার (৩০ শে অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি।
বৈঠক শেষে ইসি সচিব বলেন, গোয়েন্দা সংস্থার প্রধানেরা যে বক্তব্য দিয়েছেন, তাঁদের যে প্রতিবেদন এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই।
তিনি বলেন, গতকাল হরতালের পর তিন দিনের অবরোধ দিয়েছে বিএনপি, সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন, যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটে।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর পরিস্থিতি শান্তিপূর্ণ কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে কথা হয়েছে। এছাড়া কোন পদ্ধতিতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে, নির্বাচনে সঙ্গে সম্পৃক্ত বিষয় ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়গুলো সভায় আলোচনা করা হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা তাদের সক্ষমতা তুলে ধরেছেন। আগামী নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ভোটের আগে আগে এ ধরনের আরও অনেক সভা হবে বলেও জানান তিনি।