০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখুন’

সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কেউ যেন জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের সাথে যেন জড়িয়ে না পড়ে তা আপনাদের (ইমাম) খেয়াল রাখতে হবে। এসবের বিরুদ্ধে সচেতনা তৈরি করতে হবে।

আজ সোমবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে জাতীয় ইমাম সম্মেলন এবং ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

ইমামদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি রাখুন। আমরা চাই দেশের মানুষ শান্তিতে বসবাস করুক।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। মানুষের সেবা যেন করতে পারি, উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেজন্য আপনারা দোয়া করবেন।

তিনি বলেন, ফিলিস্তিনে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে তা আমরা চাইনা। এসময় তিনি বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহবান জানান।

এর আগে ইমাম সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বিশেষ অতিথি হিসেবে সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে সম্মেলনস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মসজিদে নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ।

সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী মসজিদে নববীর ইমামকে নিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের হলগুলো পরিদর্শন করেন ও ইমামদের সঙ্গে মসজিদে নববীর ইমামকে পরিচয় করিয়ে দেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সারাদেশ থেকে সম্মেলনে আসা ইমামদের স্বাগত জানান প্রধানমন্ত্রী ও কুশল বিনিময় করেন মসজিদে নববীর ইমাম।

এসময় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ইমামদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরে প্রধানমন্ত্রী ও মসজিদে নববীর ইমাম মূল হলে যান। বেলা ১১টা ২০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইমাম সম্মেলন শুরু হয়।

পরে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, মানুষের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন শেখ হাসিনা ।

এসব মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ওযুর জন্য আলাদা জায়গা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।

এছাড়াও হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামী গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়া, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশী-বিদেশী অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা থাকবে।

দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সকল পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে সরকার ২০১৭ সালে ৯,৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়।

এরই মধ্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে এ পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন।

আজ নতুন আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই সংখ্যা দাঁড়াল তিন’শ।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখুন’

আপডেট : ০৮:১৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কেউ যেন জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের সাথে যেন জড়িয়ে না পড়ে তা আপনাদের (ইমাম) খেয়াল রাখতে হবে। এসবের বিরুদ্ধে সচেতনা তৈরি করতে হবে।

আজ সোমবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে জাতীয় ইমাম সম্মেলন এবং ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

ইমামদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি রাখুন। আমরা চাই দেশের মানুষ শান্তিতে বসবাস করুক।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। মানুষের সেবা যেন করতে পারি, উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেজন্য আপনারা দোয়া করবেন।

তিনি বলেন, ফিলিস্তিনে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে তা আমরা চাইনা। এসময় তিনি বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহবান জানান।

এর আগে ইমাম সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বিশেষ অতিথি হিসেবে সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে সম্মেলনস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মসজিদে নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ।

সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী মসজিদে নববীর ইমামকে নিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের হলগুলো পরিদর্শন করেন ও ইমামদের সঙ্গে মসজিদে নববীর ইমামকে পরিচয় করিয়ে দেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সারাদেশ থেকে সম্মেলনে আসা ইমামদের স্বাগত জানান প্রধানমন্ত্রী ও কুশল বিনিময় করেন মসজিদে নববীর ইমাম।

এসময় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ইমামদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরে প্রধানমন্ত্রী ও মসজিদে নববীর ইমাম মূল হলে যান। বেলা ১১টা ২০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইমাম সম্মেলন শুরু হয়।

পরে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, মানুষের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন শেখ হাসিনা ।

এসব মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ওযুর জন্য আলাদা জায়গা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।

এছাড়াও হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামী গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়া, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশী-বিদেশী অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা থাকবে।

দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সকল পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে সরকার ২০১৭ সালে ৯,৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়।

এরই মধ্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে এ পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন।

আজ নতুন আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই সংখ্যা দাঁড়াল তিন’শ।