ইসরায়েলিদের প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
ইসরায়েলি ফ্লাইট বন্ধে রাশিয়ার প্রধান বিমানবন্দরে ঝড়ের গতিতে প্রবেশ করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করেছে শতাধিক মানুষ। খবর আল জাজিরা
কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভের ফলে বিমানবন্দটির বন্ধ করে দেওয়া হয়। মুসলিম অধ্যুষিত রাজধানী মাখাচকালাতে অবস্থিত বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিক্ষোভে অংশ নেওয়া কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে অনেকে আহত হয়েছেন।
দাগেস্তান স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফুটেজে দেখা গেছে, ওই বিমানবন্দরে একটি বিমান অতরণ করার পর বিক্ষোভকারীর সেখানে প্রবেশ করে তাদের তল্লাশি করছে, অনেকে আবার পাসপোর্ট পরীক্ষাও করছে। তবে রাশিয়া বলছে বিমানটি ইসরায়েলের নয়।
আল জাজিরার সাংবাদিক জানান, বিক্ষোভকারীরা বিমানবন্দরে প্রবেশ করে পুলিশের একটি গাড়ি উল্টে দেয়, এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়ে।
বিক্ষোভকারীদের একজন বলেন, ফিলিস্তিনি শিশুহত্যাকারীদের কোনো জায়গা দাগেস্তানে নেই।
এ ঘটনার পর রোববার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অফিস এক বিবৃতিতে জানায়, ইসরায়েল প্রত্যাশা করে রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থা আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।
রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। যারা এ ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।