০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়া ও লেবাননে ইসরায়েলের রকেট হামলা

সিরিয়া ও লেবাননে সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলছে, হামাসের বিরুদ্ধে তাদের আক্রমনাত্মক কার্যক্রম মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃতি হতে পারে। খবর আল জাজিরা

সোমবার (৩০ অক্টোবর) সকালে সিরিয়ায় এবং হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবানেন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলা ইসরায়েলের ভূখণ্ডের মধ্য থেকেই চালানো হয়েছে।

এ হামলার বিষয়ে ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে তাও জানা যায়নি।

হামাসের সঙ্গে ইসরায়েল বাহিনী যুদ্ধ করার পরই সিরিয়া ও লেবাননে হামলা চালাচ্ছে তেল আবিব। এদিকে ইরাকে মার্কিন বাহিনীর স্থাপনায় হামালার কারণে সিরিয়া ও ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি দাবি করছে ইরানের প্রক্সি গোষ্ঠী তাদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস এবং প্রক্সি গোষ্ঠী সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি স্থাপনার হামলা চালিয়েছে।

এদিকে ইসরায়েলের এ কর্মকাণ্ডের প্রতি সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলের, ইসরায়েল হামাসের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাতে মুসলিমরা ফুঁসে উঠলে সামাল দেওয়া যাবে না।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে এ যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে।

সিরিয়া ও লেবাননে ইসরায়েলের রকেট হামলা

আপডেট : ০৮:২৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

সিরিয়া ও লেবাননে সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলছে, হামাসের বিরুদ্ধে তাদের আক্রমনাত্মক কার্যক্রম মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃতি হতে পারে। খবর আল জাজিরা

সোমবার (৩০ অক্টোবর) সকালে সিরিয়ায় এবং হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবানেন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলা ইসরায়েলের ভূখণ্ডের মধ্য থেকেই চালানো হয়েছে।

এ হামলার বিষয়ে ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে তাও জানা যায়নি।

হামাসের সঙ্গে ইসরায়েল বাহিনী যুদ্ধ করার পরই সিরিয়া ও লেবাননে হামলা চালাচ্ছে তেল আবিব। এদিকে ইরাকে মার্কিন বাহিনীর স্থাপনায় হামালার কারণে সিরিয়া ও ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি দাবি করছে ইরানের প্রক্সি গোষ্ঠী তাদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস এবং প্রক্সি গোষ্ঠী সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি স্থাপনার হামলা চালিয়েছে।

এদিকে ইসরায়েলের এ কর্মকাণ্ডের প্রতি সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলের, ইসরায়েল হামাসের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাতে মুসলিমরা ফুঁসে উঠলে সামাল দেওয়া যাবে না।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে এ যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে।