সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী গ্রেফতার
- আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ভূয়া উপদেষ্টা সাজিয়ে আমেরিকার পাসপোর্টধারী এক ব্যক্তিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় সাবেক লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান প্রধান হারুন অর রশিদ এ কথা জানান। সারওয়ার্দীকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে তাকে ঢাকার মিন্টোরোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
শনিবার (২৮ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি নামে এক আমেরিকান। তাকে সেখানে নিয়ে যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
এর আগে রোববার (২৯ অক্টোবর) বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে। তিনি কারাগারে আছেন এই ঘটনায় বিএনপি নেতা মো.ইশরাক হোসেন ও সেনা কর্মকর্তা সারওয়ার্দীর বিরুদ্ধেও মামলা হয়।