বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাজধানীর শহীদবাগে ঢাকা ব্যাংকের একটি শাখা থেকে তাঁকে আটক করা হয়।
গত শনিবার নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এক পর্যায়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সেও হামলা চালানো হয়। বিএনপি নেতা–কর্মীরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও হামলা চালায়। সেখানে ভাংচুরের পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বিএনপি নেতা–কর্মীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপরও হামলা করা হয়। ভাংচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।
এরপর দিন, দায়িত্বরত পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৪৯ জনের নামে শাহজাহানপুর থানায় মামলা করে পুলিশ। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও অন্তত ৮০০ জনকে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুর থানার কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বেআইনি জনতাবদ্ধে মারাত্মক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ, পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে।'
এ সময় তারা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।