অষ্টমবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে ফরাসি ম্যাগাজিন জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে মেসির হাতে ব্যালন ডি’অর তুলে দেন।
এবারের ব্যালন ডি'অরের জন্য বিবেচিত সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল ও ২৬ অ্যাসিস্ট করেন মেসি। সাবেক ক্লাব পিএসজির হয়ে লিগ ওয়ানসহ দুটি শিরোপা জেতেন তিনি। তবে তাকে ব্যালন ডি'অর জয়ের দৌড়ে এগিয়ে রাখা হচ্ছিল বিশ্বকাপ জেতার কারণে।
এবার দ্বিতীয় হয়েছেন ম্যানচেস্টার সিটি ও নরওয়ের আর্লিং হাল্যান্ড, তৃতীয় হয়েছেন পিএসজি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, চতুর্থ হয়েছেন ম্যানচেস্টার সিটি ও বেলজিয়ামের কেভিন ডি ব্র“ইনা, পঞ্চম হয়েছেন ম্যানচেস্টার সিটি ও স্পেনের রদ্রি, ষষ্ঠ হয়েছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র এবং সপ্তম হয়েছেন ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ।
ফুটবলের অস্কার খ্যাত এই পুরস্কার মেসি সর্বোচ্চ আটবার জিতেছেন। তিনি নিজেকে নিয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর ধরাছোয়ার বাইরে। আর্জেন্টাইন তারকা প্রথম ২০০৯ সালে ব্যালন ডি অর জেতেন। এরপর ২০১১, ২০১২, ২০১৩, ২০১৬, ২০১৯ এবং ২০২১ সালে ব্যালন ডি’অর জেতেন সাবেক বার্সেলোনা তারকা। তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ২০০৮, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে ব্যালন ডি অর জয় করেন। এ বছর অবশ্য ব্যালন ডি’অর জয়ের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেই তার নাম ছিল না।
২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে মেসি ও রোনালদো ব্যতীত কেবল দুইজন এই পুরস্কার জিতেছেন। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ ও ২০২২ সালে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা ব্যালন ডি’অর নিজের করে নেন।
নারীদের ব্যালন ডি’অর এবার গেছে স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আইতানা বোনমাতির কাছে। এর আগের দুই বছর এই পুরস্কার জিতেছেন তারই বার্সেলোনা সতীর্থ অ্যালেক্সিয়া পুতেলাস। তবে এবার ইনজুরির কারণে দীর্ঘসময় খেলতে না পারায় ব্যালন ডি’অরের দৌড় থেকে ছিটকে পড়েন তিনি। এবার দ্বিতীয় হয়েছেন চেলসি ও অস্ট্রেলিয়ার স্যাম কির আর তৃতীয় হয়েছেন বার্সেলোনা ও স্পেনের সালমা পারালুয়েলো।
এদিকে, এ বছর কোপা ট্রফি (সেরা তরুণ খেলোয়াড়) জিতেছেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ইংল্যান্ড তারকা জুড বেলিংহ্যাম, স্কোরেটস অ্যাওয়ার্ড জিতেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র, ইয়াসিন অ্যাওয়ার্ড (সেরা গোলরক্ষক) জিতেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আর ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হাল্যান্ড জিতেছেন জার্ড মুলার ট্রফি বা সেরা স্ট্রাইকারের পুরস্কার। এছাড়া বর্ষসেরা ক্লাবের পুরস্কার পেয়েছে ম্যানচেস্টার সিটি।