বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণ ৪০,১৫০ টাকা
- আপডেট সময় : ০২:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ৪১৭ বার পড়া হয়েছে
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৪.৮৫ মার্কিন ডলার বা ৪০ হাজার ১৫০ টাকা (প্রতি ডলার ১১০ টাকা হিসাবে)।
মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এ দিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
অর্থমন্ত্রী এ সময় সংসদকে জানান, ২০২৩ সালের জুন মাস পর্যন্ত বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ ৬২ হাজার ৩১২ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার (সাময়িক), যার মধ্যে বহুপাক্ষিক ৩৬ হাজার ৭৮১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিপাক্ষিক ২৫ হাজার ৫৩১ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে সংগৃহীত তথ্য মোতাবেক মোট জনসংখ্যা ১৭০ দশমিক ৭৯ মিলিয়নের হিসাব অনুযায়ী বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৪ দশমিক ৮৫ মার্কিন ডলার।
সংসদে দেয়া তথ্য মতে, ঋণ প্রদানের দিক থেকে এগিয়ে রয়েছে বিশ্বব্যাংক। এ সংস্থাটি থেকে বাংলাদেশ সর্বোচ্চ ১ হাজার ৯৫৩ কোটি ৬৮ লাখ ডলার ঋণ নিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১ হাজার ৪১১ কোটি ৪৮ লাখ ডলার পেয়েছে। দেশ হিসেবে রাশিয়া থেকে সর্বোচ্চ ৫৮৯ কোটি ৯৯ লাখ ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ। এ ঋণের প্রায় পুরোটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নেয়া। এরপর আছে চীন। দেশটি থেকে ৫৩৭ কোটি ৪১ লাখ ডলার, এআইআইবি ১৫০ কোটি ৪১ লাখ, ভারত থেকে ১২৯ কোটি ৯৩ লাখ ডলারসহ আরও কয়েকটি দেশ ও সংস্থা থেকে ঋণ নেয় বাংলাদেশ।
সরকারি দলের সংসদ সদস্য বেনজির আহমদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২২–২০২৩ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০০৫–০৬ ও ২০০৭–০৮ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল যথাক্রমে ৫৪৩ ও ৮৬৮ মার্কিন ডলার। ২০০৫–২০০৬ অর্থবছরের তুলনায় মাথাপিছু জাতীয় আয় ইতিমধ্যে পাঁচগুণের বেশি বেড়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড অনুযায়ী চলতি মাসের ১২ অক্টোবর পর্যন্ত দেশে বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ২১ হাজার ১১৬ দশমিক ৫৯ মিলিয়ন ডলার।
জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, পাঁচ বছরে (২০১৯-২০২৩) বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এক হাজার ৪০৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ হাজার ২২৬ কোটি টাকা।
বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে সুদ বাবদ ৯৩ কোটি ৫৬ লাখ ডলার এবং আসল বাবদ ১৭৩ কোটি ৪৫ লাখ ডলার পরিশোধ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪) সুদ বাবদ ১১৯ কোটি এবং আসল বাবদ ২৩৭ কোটি ৫০ লাখ ডলার পরিশোধের নিমিত্ত বাজেট রয়েছে।