৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:২৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ৪৭৩ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের কমিশন বঙ্গভবনে যাবেন। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয়ে কথা বলবেন তাঁরা। এর আগে একজন নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।
এদিকে নির্বাচন নিয়ে কথা বলতে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তিনি। তবে বৈঠকে কী কী বিষয়ে আলাপ হচ্ছে তা এখনও জানা যায়নি। বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।