আবারও বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন গাজা
- আপডেট সময় : ০৪:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৪১৮ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও সব ধরণের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। গাজার বৃহত্তম টেলিযোগাযোগ প্রদানকারী প্রতিষ্ঠান প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন কোম্পানি (প্যালটেল) আজ বুধবার এ তথ্য জানিয়েছে।
সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে প্যালটেল জানায়, আবারও সারা বিশ্বের সঙ্গে গাজা উপত্যকার টেলিযোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে যখন ইসরায়েলি বাহিনী গাজার দিকে অগ্রসর হওয়া শুরু করে তখন সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেবার একদিনেরও বেশি সময় ধরে গাজায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফিলিস্তিনিরা। এখন আবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে।
গাজা উপত্যকায় গত ২৪ দিন ধরে সংঘাত চলছে। এ সময়ে গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও গোলাবর্ষণে এ পর্যন্ত ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। চলমান হামলায় ৩ হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। যা ২০১৯ সাল থেকে প্রতিবছর সারা বিশ্বে সংঘাতের কারণে যত শিশু নিহত হয়েছে তার চেয়েও বেশি।
গত ৭ অক্টোবর হামাস আকস্মিক হামলা চালায় ইসরায়েলে। এতে ১ হাজার ৪০০ জন নিহত হয়। এরপর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।