ক্যাশলেস সোসাইটি তৈরি হলে দুর্নীতি কমবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৪২৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ক্যাশলেস সোসাইটি তৈরি হলে দুর্নীতি কমবে। আজ বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি দেশীয় মুদ্রায় প্রথম ন্যাশনাল কার্ড স্কিম টাকা পে উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এ সময় দেশের সবাই ব্যাংকিং সেবার আওতায় আসবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্যাশলেস সোসাইটি তৈরিতে কাজ করছে সরকার। ক্যাশলেস সোসাইটি তৈরি হলে দেশে দুর্নীতি কমবে। এতে আর্থিক স্বচ্ছতা তৈরি হবে।
দেশীয় মুদ্রায় প্রথম ন্যাশনাল কার্ড স্কিম টাকা পে চালু হওয়ায় এখন থেকে আর বিদেশে টাকা দিতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই বিদেশে লেনদেন করা যাবে। নিজস্ব নেটওয়ার্ক তৈরি হলে, সবার তথ্য যাতে সুরক্ষিত থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ সময় বাংলাদেশ ডিজিটাল ব্যবস্থার সুবিধা পেয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন ডিজিটাল ব্যবস্থার সুবিধা পেয়েছে। তৃণমূল থেকে উন্নয়ন করার চেষ্টা করেছে সরকার। বাংলাদেশ আর পরনির্ভরশীল থাকবে না। আওয়ামী লীগ সরকার সে লক্ষ্যেই কাজ করছে।
প্রাথমিকভাবে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক, বেসরকারি খাতের সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক টাকা পে কার্ড সেবা চালু করছে।
পরবর্তীতে অন্য ব্যাংকগুলোও টাকা পে কার্ড চালু করবে।
দেশের সব এটিএম, পয়েন্টস অব সেলস ও অনলাইন প্ল্যাটফর্মে এই কার্ড ব্যবহার করা যাবে। শুরুতে টাকা পে ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করা গেলেও ভবিষ্যতে ক্রেডিট কার্ডও আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপাতত বাংলাদেশের মধ্যে এই সেবা চালু হলেও ভবিষ্যতে টাকা পে কার্ড ভারতে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।