‘প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক থাকলে উন্নয়ন হয়’
- আপডেট সময় : ০৭:৩৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক থাকলে উন্নয়ন হয়, বাংলাদেশ ও ভারত তার উদাহরণ। বাংলাদেশে রেলওয়ে ও বিদ্যুৎ খাতের তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন তিনটি প্রকল্প উদ্বোধন হওয়ায় দুই দেশের জনগণই সুফল পাবে।
আজ বুধবার সকালে বাংলাদেশের তিনটি উন্নয়ন প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্প তিনটি হলো : আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট।
মোদি সরকার বাংলাদেশের উন্নয়নে সব সময় সহায়তা করার জন্য অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।মুজিব চলচ্চিত্র নির্মাণে ভারতের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিহাস সংস্কৃতি ও ভাষা দ্বারা আবদ্ধ। আমাদের দুই দেশ অসাম্প্রদায়িক চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণসহ আরো অনেক ক্ষেত্রে একমত পোষণ করে।
আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রকল্পটি ভারত সরকারের ৩৯২ কোটি ৫২ লাখ টাকার অনুদান সহায়তার আওতায় বাস্তবায়িত হয়েছে। রেলপথটি চালুর ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটবে। জানা গেছে, উদ্বোধনের পর প্রথমদিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তী সময়ে যাত্রীবাহী ট্রেনও চালানো হবে এই রুটে।
খুলনা-মোংলা বন্দর রেল লাইন প্রকল্পটি ভারত সরকারের ছাড়ের লাইন অব ক্রেডিটের আওতায় ৩৮৮ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলা ব্রডগেজ রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে।
মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্পে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের ভারতীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশের খুলনা বিভাগের রামপালে অবস্থিত একটি ১ হাজার ৩২০ মেগাওয়াট (২x৬৬০) সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) প্রকল্প বাস্তবায়িত হয়।