ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রধান বিচারপতির কাছে সহযোগিতা চাইলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনকালীন সময়ে বিচারকরা যেন অব্যাহতভাবে দায়িত্ব পালন করতে পারেন, এব্যাপারে প্রধান বিচারপতির সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। ছুটির মধ্যেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যেন দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার দুপুরে সুপ্রীম কোর্টে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সাথে সাক্ষাত করে কমিশন।

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। দফায় দফায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে বৈঠক করছে।

এরই ধারাবাহিকতায় বুধবার নির্বাচন কমিশন আন্তঃমন্ত্রণালয় সভা করে। নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনের সাথে সম্পৃক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত, দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনি মালামাল পরিবহণ এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেয়া, পর্যবেক্ষক নিয়োগ, পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ, শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আচরণবিধি প্রতিপালনে পরিকল্পনা গ্রহণ, ঋণ খেলাপীর তথ্য, স্কুল-কলেজের বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি সহ ১১টি বিষয়ে আলোচনা হয়।

প্রায় আড়াইঘন্টা ধরে এই বৈঠক চলে। পরে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে জনপ্রশাসনের কর্মকর্তাদের সংবিধান ও আইন অনুযায়ী কাজ করতে বলেছে কমিশন।

এক প্রশ্নের জবাবে সচিব জানান, রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য ডাকা হয়নি, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে ইসির পদক্ষেপগুলো তাদের জানানো হবে।

এদিকে, বুধবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সাথে সাক্ষাত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য কমিশনাররা। পরে সিইসি জানান, নির্বাচনের সময় ছুটি থাকা সত্তে¡ও যেন বিচারকরা দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সহযোগিতা চেয়েছেন।

প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের সময় তফসিল নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানান সিইসি।

নিউজটি শেয়ার করুন

প্রধান বিচারপতির কাছে সহযোগিতা চাইলেন সিইসি

আপডেট সময় : ০৪:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

নির্বাচনকালীন সময়ে বিচারকরা যেন অব্যাহতভাবে দায়িত্ব পালন করতে পারেন, এব্যাপারে প্রধান বিচারপতির সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। ছুটির মধ্যেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যেন দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার দুপুরে সুপ্রীম কোর্টে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সাথে সাক্ষাত করে কমিশন।

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। দফায় দফায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে বৈঠক করছে।

এরই ধারাবাহিকতায় বুধবার নির্বাচন কমিশন আন্তঃমন্ত্রণালয় সভা করে। নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনের সাথে সম্পৃক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত, দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনি মালামাল পরিবহণ এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেয়া, পর্যবেক্ষক নিয়োগ, পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ, শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আচরণবিধি প্রতিপালনে পরিকল্পনা গ্রহণ, ঋণ খেলাপীর তথ্য, স্কুল-কলেজের বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি সহ ১১টি বিষয়ে আলোচনা হয়।

প্রায় আড়াইঘন্টা ধরে এই বৈঠক চলে। পরে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে জনপ্রশাসনের কর্মকর্তাদের সংবিধান ও আইন অনুযায়ী কাজ করতে বলেছে কমিশন।

এক প্রশ্নের জবাবে সচিব জানান, রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য ডাকা হয়নি, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে ইসির পদক্ষেপগুলো তাদের জানানো হবে।

এদিকে, বুধবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সাথে সাক্ষাত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য কমিশনাররা। পরে সিইসি জানান, নির্বাচনের সময় ছুটি থাকা সত্তে¡ও যেন বিচারকরা দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সহযোগিতা চেয়েছেন।

প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের সময় তফসিল নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানান সিইসি।