ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বেঁধে দেওয়া দামে আলু বিক্রিতে কঠোর হচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব কোল্ড স্টোরেজ থেকে প্রতি কেজি ২৭ টাকা ও পাইকারিতে ৩৬ টাকায় আলু বিক্রির নির্দেশ দিয়েছে সরকার। আজ বুধবার থেকেই এই নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের চিঠিও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার আলু আমদানির অনুমতি দেওয়ার পর নতুন এ নির্দেশনা দেওয়া হলো। এতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করলেই ব্যবস্থা নেবে প্রশাসন।

দেশে হঠাৎ দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আলুর পাইকারি ও খুচরা দাম বেঁধে দেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী হিমাগারে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকা আর খুচরা বাজারে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা। সরকার দাম বেধে দিলেও তার প্রভাব বাজারে পড়েনি। রাজধানীতে বাজার ভেদে প্রতি কেজি আলু কিনতে ভোক্তার খরচ হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

বিক্রেতাদের অভিযোগ, হিমাগার থেকে বেশি দামে আলু কিনতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে হিমাগারের অভিযান চালিয়েও দাম নিয়ন্ত্রণে আনা যায়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার এ সংক্রান্ত একটি পত্র জারির মাধ্যমে সকল জেলা প্রশাসকদের এ নির্দেশ দেওয়া হয়েছে। দ্যা কন্ট্রোল অব এসেনসিয়াল কমোডিটিস অ্যাক্ট–১৯৫৬ এর ৩ (২) (ই) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আলু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অত্যধিক দামে আলু বিক্রি করছেন। জনস্বার্থে আলুর বাজার স্থিতিশীল করার লক্ষ্যে দ্যা কন্ট্রোল অব এসেনসিয়াল কমোডিটিস অ্যাক্ট– ১৯৫৬ এর ৩ (২) (ই) জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে তার জেলাধীন কোল্ড স্টোরেজসমূহ থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসকগণ জেলা ও উপজেলা পর্যায়ে একজন উপযুক্ত কর্মকর্তাকে এক বা একাধিক স্টোরেজ তত্ত্বাবধানে দায়িত্ব অর্পণ করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় করবেন।

নিউজটি শেয়ার করুন

বেঁধে দেওয়া দামে আলু বিক্রিতে কঠোর হচ্ছে সরকার

আপডেট সময় : ০৮:০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

দেশের সব কোল্ড স্টোরেজ থেকে প্রতি কেজি ২৭ টাকা ও পাইকারিতে ৩৬ টাকায় আলু বিক্রির নির্দেশ দিয়েছে সরকার। আজ বুধবার থেকেই এই নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের চিঠিও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার আলু আমদানির অনুমতি দেওয়ার পর নতুন এ নির্দেশনা দেওয়া হলো। এতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করলেই ব্যবস্থা নেবে প্রশাসন।

দেশে হঠাৎ দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আলুর পাইকারি ও খুচরা দাম বেঁধে দেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী হিমাগারে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকা আর খুচরা বাজারে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা। সরকার দাম বেধে দিলেও তার প্রভাব বাজারে পড়েনি। রাজধানীতে বাজার ভেদে প্রতি কেজি আলু কিনতে ভোক্তার খরচ হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

বিক্রেতাদের অভিযোগ, হিমাগার থেকে বেশি দামে আলু কিনতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে হিমাগারের অভিযান চালিয়েও দাম নিয়ন্ত্রণে আনা যায়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার এ সংক্রান্ত একটি পত্র জারির মাধ্যমে সকল জেলা প্রশাসকদের এ নির্দেশ দেওয়া হয়েছে। দ্যা কন্ট্রোল অব এসেনসিয়াল কমোডিটিস অ্যাক্ট–১৯৫৬ এর ৩ (২) (ই) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আলু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অত্যধিক দামে আলু বিক্রি করছেন। জনস্বার্থে আলুর বাজার স্থিতিশীল করার লক্ষ্যে দ্যা কন্ট্রোল অব এসেনসিয়াল কমোডিটিস অ্যাক্ট– ১৯৫৬ এর ৩ (২) (ই) জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে তার জেলাধীন কোল্ড স্টোরেজসমূহ থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসকগণ জেলা ও উপজেলা পর্যায়ে একজন উপযুক্ত কর্মকর্তাকে এক বা একাধিক স্টোরেজ তত্ত্বাবধানে দায়িত্ব অর্পণ করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় করবেন।