ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সন্ধ্যার পরে ঢাকাতে ২ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার সন্ধ্যায় পর থেকে রাজধানী ঢাকাতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দুটি আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে দিকে দুর্বৃত্তরা ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেয়। এর কিছু সময় পর সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে নতুনবাজারের কোকাকোলা মোড়ে বৈশাখি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ডিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) ইমরুল আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইমরুল বলেন, শ্যামলীতে দুষ্কৃতিকারীরা যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে নেমে যায়। পরে সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো হয়েছে।

এদিকে নতুনবাজারে বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় ১০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

স্থানীয়রা জানান, অবরোধকারীরা মোটরসাইকেলে এসে আকস্মিকভাবে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সারা দেশে মোট ২১টি আগুনের ঘটনা ঘটেছে। ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলি, রাঙ্গুনিয়া) ৪টি, রাজশাহী বিভাগ (বগুড়া, রায়গঞ্জ) ৪টি, রংপুর বিভাগে (পার্বতীপুর) একটি ঘটনা ঘটে।

এসব আগুনের ঘটনায় ১০টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৩টি ট্রাক, একটি পিকআপ, একটি মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম, একটি পুলিশ বক্স পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

সন্ধ্যার পরে ঢাকাতে ২ বাসে আগুন

আপডেট সময় : ০৪:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার সন্ধ্যায় পর থেকে রাজধানী ঢাকাতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দুটি আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে দিকে দুর্বৃত্তরা ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেয়। এর কিছু সময় পর সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে নতুনবাজারের কোকাকোলা মোড়ে বৈশাখি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ডিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) ইমরুল আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইমরুল বলেন, শ্যামলীতে দুষ্কৃতিকারীরা যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে নেমে যায়। পরে সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো হয়েছে।

এদিকে নতুনবাজারে বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় ১০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

স্থানীয়রা জানান, অবরোধকারীরা মোটরসাইকেলে এসে আকস্মিকভাবে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সারা দেশে মোট ২১টি আগুনের ঘটনা ঘটেছে। ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলি, রাঙ্গুনিয়া) ৪টি, রাজশাহী বিভাগ (বগুড়া, রায়গঞ্জ) ৪টি, রংপুর বিভাগে (পার্বতীপুর) একটি ঘটনা ঘটে।

এসব আগুনের ঘটনায় ১০টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৩টি ট্রাক, একটি পিকআপ, একটি মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম, একটি পুলিশ বক্স পুড়ে যায়।