আজ থেকে পদ্মা রেলসেতুতে চলবে যাত্রীট্রেন
- আপডেট সময় : ০৭:৫৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
আজ (বুধবার) থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ভাবে ট্রেন চলাচল শুরু হবে। খুলনা থেকে যাত্রী নিয়ে রাতেই ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে সুন্দরবন এক্সপ্রেস। পরদিন (বৃহস্পতিবার) এই ট্রেন আবারও যাত্রী বহন করে ঢাকা থেকে পদ্মা সেতু পাড় হয়ে যাবে খুলনায়।
অবশেষে ট্রেনে চড়ে পদ্মা পাড়ি দেয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বুধবার থেকে বাণিজ্যিকভাবে নিয়মিত ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে। প্রথম দিন রাতেই যাত্রী নিয়ে খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ছাড়বে ঢাকার উদ্দেশে। কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে পরদিন দোসরা নভেম্বর সকালে। এই ট্রেনটি আগে যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে খুলনা চলাচল করতো। এখন দিক পরিবর্তন করে ঢাকা-খুলনা-ঢাকা চলবে পদ্মা সেতুর ওপর দিয়ে।
এই ট্রেনটির পাশাপাশি এই রুটে দোসরা নভেম্বর থেকে চলবে বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় আসবে ট্রেনটি। সুন্দরবন এক্সপ্রেসে ভাড়া নেয়া হচ্ছে শোভন চেয়ারে সর্বনিম্ন ৫০০ টাকা ও এসি বার্থে সর্বোচ্চ এক হাজার ৭২০ টাকা। তবে ভাড়া কমানোর দাবি জানিয়েছেন যাত্রীরা।