ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাশিয়াকে ১০ লাখ আর্টিলারি শেল দিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ১০ লাখের বেশি আর্টিলারি শেল উত্তর কোরিয়া দিয়েছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া। সিওলের দাবি, আর্টিলারি শেলের বিপরীতে স্যাটেলাইট প্রযুক্তির পরামর্শ পেয়েছে পিয়ংইয়ং। সিওলের গোয়েন্দা তথ্যের বরাতে আজ বুধবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, মস্কো ও পিয়ংইংয়ের সম্পর্ক বর্তমানে দুদেশের ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। দুই দেশই বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এর মধ্যে ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য মস্কো ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য পিয়ংইয়ং নিষেধাজ্ঞায় রয়েছে।

গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। মস্কোকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্যই পিয়ংইয়ংয়ের শীর্ষ নেতা রাশিয়া সফর ও বৈঠক করেছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র।

এএফপি বলছে, দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস (এনআইএস) পার্লামেন্টে একটি বন্ধ দরজার বৈঠক করেছে। ওই বৈঠকে দেশটির আইনপ্রণেতাদের কাছে বিষয়টি তুলে ধরে গোয়েন্দা সংস্থাটি। রুদ্ধশ্বাস ওই বৈঠকে এনআইএস আইন প্রণেতাদের জানান, গত আগস্ট থেকে এ পর্যন্ত উত্তর কোরিয়া অন্তত ১০ ধরনের অস্ত্র সরবরাহ করেছে রাশিয়াকে।

বৈঠকের পর আইন প্রণেতা ইয়ো সাং-বাম সাংবাদিকদের বলেন, ‘এনআইএসয়ের তথ্যমতে, ১০ লাখের বেশি আর্টিলারি শেল রাশিয়াকে সরবরাহ করেছে উত্তর কোরিয়া। এই অস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে দুই মাস ব্যবহার পারবে।’ দক্ষিণ কোরিয়ার এই আইনপ্রণেতা আরও বলেন, ‘আর্টিলারি শেলের বিনিময়ে উত্তর কোরিয়া একটি সামরিক রিকনেসান্স (গোয়েন্দা) স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য মস্কোর কাছ থেকে প্রযুক্তিগত পরামর্শ পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

পরপর দুবার স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। সবশেষ গত আগস্টে তারা ব্যর্থ হয়। এরপরেই তৃতীয়বারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানিয়েছিল পিয়ংইয়ং কর্তৃপক্ষ। ওই সময় তারা জানিয়েছিল, অক্টোবরেই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। তবে, তা বাস্তবায়িত করতে পারেনি তারা।

নিউজটি শেয়ার করুন

রাশিয়াকে ১০ লাখ আর্টিলারি শেল দিয়েছে উত্তর কোরিয়া

আপডেট সময় : ০৪:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ১০ লাখের বেশি আর্টিলারি শেল উত্তর কোরিয়া দিয়েছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া। সিওলের দাবি, আর্টিলারি শেলের বিপরীতে স্যাটেলাইট প্রযুক্তির পরামর্শ পেয়েছে পিয়ংইয়ং। সিওলের গোয়েন্দা তথ্যের বরাতে আজ বুধবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, মস্কো ও পিয়ংইংয়ের সম্পর্ক বর্তমানে দুদেশের ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। দুই দেশই বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এর মধ্যে ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য মস্কো ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য পিয়ংইয়ং নিষেধাজ্ঞায় রয়েছে।

গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। মস্কোকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্যই পিয়ংইয়ংয়ের শীর্ষ নেতা রাশিয়া সফর ও বৈঠক করেছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র।

এএফপি বলছে, দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস (এনআইএস) পার্লামেন্টে একটি বন্ধ দরজার বৈঠক করেছে। ওই বৈঠকে দেশটির আইনপ্রণেতাদের কাছে বিষয়টি তুলে ধরে গোয়েন্দা সংস্থাটি। রুদ্ধশ্বাস ওই বৈঠকে এনআইএস আইন প্রণেতাদের জানান, গত আগস্ট থেকে এ পর্যন্ত উত্তর কোরিয়া অন্তত ১০ ধরনের অস্ত্র সরবরাহ করেছে রাশিয়াকে।

বৈঠকের পর আইন প্রণেতা ইয়ো সাং-বাম সাংবাদিকদের বলেন, ‘এনআইএসয়ের তথ্যমতে, ১০ লাখের বেশি আর্টিলারি শেল রাশিয়াকে সরবরাহ করেছে উত্তর কোরিয়া। এই অস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে দুই মাস ব্যবহার পারবে।’ দক্ষিণ কোরিয়ার এই আইনপ্রণেতা আরও বলেন, ‘আর্টিলারি শেলের বিনিময়ে উত্তর কোরিয়া একটি সামরিক রিকনেসান্স (গোয়েন্দা) স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য মস্কোর কাছ থেকে প্রযুক্তিগত পরামর্শ পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

পরপর দুবার স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। সবশেষ গত আগস্টে তারা ব্যর্থ হয়। এরপরেই তৃতীয়বারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানিয়েছিল পিয়ংইয়ং কর্তৃপক্ষ। ওই সময় তারা জানিয়েছিল, অক্টোবরেই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। তবে, তা বাস্তবায়িত করতে পারেনি তারা।