ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ৪৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। জাবালিয়া শরণার্থী শিবিরকে লক্ষ্য করে চালানো এই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও দেড় শতাধিক ফিলিস্তিনি। আজ বুধবার (পহেলা নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অর্ধশতাধিক লোক নিহত হয়েছেন বলে অবরুদ্ধ এই অঞ্চলের একজন মেডিকেল কর্মকর্তা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই হামলায় নিহতের মোট সংখ্যা এখনও জানা যায়নি। ফলে শরণার্থী শিবিরে হওয়া এই হামলায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েইর এক সামরিক কর্মকর্তা। তিনি জানান, ‘সেই এলাকায় হামাসের একজন সিনিয়র কমান্ডার ছিলেন।

জাবালিয়ায় হামলার পর ধারণ করা বিভিন্ন ভিডিও ফুটেজে শরণার্থী শিবিরের বাসিন্দাদের হামলার জেরে সৃষ্ট বড় বড় গর্তের চারপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং উদ্ধারকারীদের ধসে পড়া ভবনের নিচে বেঁচে থাকা লোকদের খুঁজে বের করার জন্য দৌড়ঝাঁপ করতেও দেখা যায়।

জাবালিয়া শরণার্থী শিবিরের এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তুপ দেখেছি… ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বাড়িঘর ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গও দেখেছি এবং এই হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৫০

আপডেট সময় : ০৭:৫৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। জাবালিয়া শরণার্থী শিবিরকে লক্ষ্য করে চালানো এই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও দেড় শতাধিক ফিলিস্তিনি। আজ বুধবার (পহেলা নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অর্ধশতাধিক লোক নিহত হয়েছেন বলে অবরুদ্ধ এই অঞ্চলের একজন মেডিকেল কর্মকর্তা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই হামলায় নিহতের মোট সংখ্যা এখনও জানা যায়নি। ফলে শরণার্থী শিবিরে হওয়া এই হামলায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েইর এক সামরিক কর্মকর্তা। তিনি জানান, ‘সেই এলাকায় হামাসের একজন সিনিয়র কমান্ডার ছিলেন।

জাবালিয়ায় হামলার পর ধারণ করা বিভিন্ন ভিডিও ফুটেজে শরণার্থী শিবিরের বাসিন্দাদের হামলার জেরে সৃষ্ট বড় বড় গর্তের চারপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং উদ্ধারকারীদের ধসে পড়া ভবনের নিচে বেঁচে থাকা লোকদের খুঁজে বের করার জন্য দৌড়ঝাঁপ করতেও দেখা যায়।

জাবালিয়া শরণার্থী শিবিরের এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তুপ দেখেছি… ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বাড়িঘর ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গও দেখেছি এবং এই হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন।’