ইসরাইলের পরিণতি খারাপ হবে: হামাস
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৮:৫৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৪২৬ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দী ইসরাইলি জিম্মিদের ফিলিস্তিনিদের মতো মৃত্যু ও ধ্বংসের মুখোমুখি হতে হবে। গতকাল বুধবার একটি ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন।
ভিডিও বার্তায় হানিয়া মধ্যস্থতাকারীদের উদ্দেশে বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করা প্রয়োজন। এছাড়া তিনি ফিলিস্তিনের পক্ষে বিশ^বাসীকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস আকস্মিক হামলা চালায় ইসরাইলে। এতে ১ হাজার ৪০০ জন ইসরাইলি নিহত হয়। এরপর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। টানা একমাস যাবত গাজা উপত্যকায় সংঘাত এখনো অব্যাহত আছে।