সায়েম সোবহান আনভীর টানা দ্বিতীয়বার বাজুসের সভাপতি নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জড়োয়া হাউস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাদল চন্দ্র রায়।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে বাজুসের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন কাজল।
এসময় উপস্থিত ছিলেন বাজুস নির্বাচন বোর্ডের সদস্য এফবিসিসিআই পরিচালক মো. ইকবাল হোসাইন চৌধুরী জুয়েল এবং এফবিসিসিআই পরিচালক মো. রফিকুল আলম দীপুসহ বাজুসের নবনির্বাচিত নেতরা।