ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি সন্ত্রাসী দল, সন্ত্রাসের সঙ্গে সংলাপ নয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ৪২১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি একটি সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সন্ত্রাসের সাথে সংলাপ হতে পারে না।

সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার এসব কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, নির্বাচন দেশের সংবিধান যেভাবে বলেছে, সেই অনুযায়ী হবে। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে।

অন্য কোনো দেশ কী আমাদের মতো দেশের পরামর্শ নেয়? তারা যেহেতু নেয় না আমাদের তাদের কথা শুনতে হবে কেনো বলেও প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, ‘নির্বাচনে কাউকে টেনে আনতে হবে কেনো? যেকোনো দলের নির্বাচনে অংশ নেওয়া অধিকার। তারা ইসির সংলাপে যাবে না, আমরা ডাকব কেন? গতবার তাদের ডেকেছিলাম কী লাভ হলো?’

ওবায়দুল কাদের বলেন, আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে ওইদিন ৪ নভেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৪টায় মতিঝিলে একটি জনসমাবেশে বক্তব্য রাখবেন। আগারগাঁও এ উদ্বোধন শেষে মতিঝিল আসবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বিএনপি সন্ত্রাসী দল, সন্ত্রাসের সঙ্গে সংলাপ নয়: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৮:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

বিএনপি একটি সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সন্ত্রাসের সাথে সংলাপ হতে পারে না।

সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার এসব কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, নির্বাচন দেশের সংবিধান যেভাবে বলেছে, সেই অনুযায়ী হবে। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে।

অন্য কোনো দেশ কী আমাদের মতো দেশের পরামর্শ নেয়? তারা যেহেতু নেয় না আমাদের তাদের কথা শুনতে হবে কেনো বলেও প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, ‘নির্বাচনে কাউকে টেনে আনতে হবে কেনো? যেকোনো দলের নির্বাচনে অংশ নেওয়া অধিকার। তারা ইসির সংলাপে যাবে না, আমরা ডাকব কেন? গতবার তাদের ডেকেছিলাম কী লাভ হলো?’

ওবায়দুল কাদের বলেন, আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে ওইদিন ৪ নভেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৪টায় মতিঝিলে একটি জনসমাবেশে বক্তব্য রাখবেন। আগারগাঁও এ উদ্বোধন শেষে মতিঝিল আসবেন তিনি।