ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লক্ষ্মীপুরে শিবিরের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৭

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃতীয় দিনের অবরোধে লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে অবরোধকারীরা। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের উত্তর স্টেশন, লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তার মাথায় গরুর বাজার, দালাল বাজারসহ বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নাশকতার আশঙ্কায় জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের সাত জনকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে গরুর বাজার এলাকায় শিবির মিছিল বের করলে পুলিশ ধাওয়া দেয়। পরে জামায়াত শিবির কর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক থেকে গাছের গুঁড়ি ফেলে দেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে ছোট যানবাহনগুলো চলাচল করছে। শহরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, মিথ্যা মামলায় নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। তবে হামলা, মামলা ও গ্রেপ্তার করে আন্দোলন বন্ধ করা যাবে না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র‍র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক বলেন, জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের সাত নেতা-কর্মীকে আটক করা হয়। গত তিন দিনে ৪৭ জনকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে শিবিরের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৭

আপডেট সময় : ০৬:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

তৃতীয় দিনের অবরোধে লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে অবরোধকারীরা। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের উত্তর স্টেশন, লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তার মাথায় গরুর বাজার, দালাল বাজারসহ বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নাশকতার আশঙ্কায় জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের সাত জনকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে গরুর বাজার এলাকায় শিবির মিছিল বের করলে পুলিশ ধাওয়া দেয়। পরে জামায়াত শিবির কর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক থেকে গাছের গুঁড়ি ফেলে দেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে ছোট যানবাহনগুলো চলাচল করছে। শহরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, মিথ্যা মামলায় নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। তবে হামলা, মামলা ও গ্রেপ্তার করে আন্দোলন বন্ধ করা যাবে না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র‍র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক বলেন, জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের সাত নেতা-কর্মীকে আটক করা হয়। গত তিন দিনে ৪৭ জনকে আটক করা হয়।