দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় ১২ কোটি
- আপডেট সময় : ১২:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৩০০ আসনের ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আজ বৃহস্পতিবার আগামী সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।
গত ১৪ই সেপ্টেম্বরের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাঁরাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকায় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ করা হয়।
নির্বাচন কমিশন বলছে, চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। এরপর তফসিল ঘোষণা করা হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।
সবশেষে ৩০০টি নির্বাচনী এলাকার জন্য হালনাগাদ ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হয় আজ বৃহস্পতিবার। এই ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রার্থীদের কাছে সরবরাহ করা হবে। এক্ষেত্রে ৫০০ টাকা পরিশোধ করে আসনভিত্তিক ওই সিডি গ্রহণ করবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। যেই সিডির ভিত্তিতেই প্রার্থীরা জানতে পারবেন কারা তাঁর ভোটার। প্রতিবারের মতো এবারও জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে এই সিডি পাঠানো হচ্ছে।
এদিকে সম্প্রতি ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছেন, চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের যেকোনো সময় ঘোষণা করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল। নির্বাচন আসন্ন হলেও এখনও নিজেদের একদফা দাবিতে অটল বিএনপি। একদফা বাস্তবায়নে তাঁরা দিচ্ছে নানা কর্মসূচী। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বারবারই বলা হচ্ছে, বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হবে। এতে কোনো রাজনৈতিক দল আসুক বা না আসুক।