০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মিশরে প্রবেশ করছেন ফিলিস্তিনি ও বিদেশি নাগরিকদের প্রথম বহর

ইসরাইল-গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম রাফাহ ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ রোগী ও বিদেশি নাগরিকদের গাজা থেকে মিশরে ঢুকতে দেয়া হয়েছে। এরআগে, এই ক্রসিং দিয়ে খাবার ও সাহায্য বহনকারী ট্রাক ঢুকতে দেয়া হলেও বিদেশি নাগরিকদের এবারই গাজা ছাড়ার সুযোগ দেয়া হলো।

বুধবার (১ নভেম্বর) রাফাহ ক্রসিং দিয়ে পাঁচশো বিদেশি নাগরিককে মিশরে ঢোকার অনুমতি দেয়া হয়। তবে কতোজন ফিলিস্তিনি গাজা ত্যাগের সুযোগ পাচ্ছেন, তা পরিষ্কার নয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৮ জন ফিলিস্তিনি রোগী গাজা ছাড়ার সুযোগ পেয়েছেন। কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় মিশর, ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনার পর গাজা থেকে এসব মানুষকে বের হওয়ার সুযোগ দেয়া হয়েছে। বুধবার অ্যাম্বুলেন্সে গাজা থেকে ফিলিস্তিনি রোগীদের মিশরের একটি ভ্রাম্যমাণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়

এদিকে, বুধবারও রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাক ঢুকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। জাতিসংঘ বলছে, যেখানে প্রতিদিন চারশো ট্রাক ত্রাণ দরকার, সেখানে যাচ্ছে মাত্র ১৪টি ট্রাক।

মিশরে প্রবেশ করছেন ফিলিস্তিনি ও বিদেশি নাগরিকদের প্রথম বহর

আপডেট : ০৬:২৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

ইসরাইল-গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম রাফাহ ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ রোগী ও বিদেশি নাগরিকদের গাজা থেকে মিশরে ঢুকতে দেয়া হয়েছে। এরআগে, এই ক্রসিং দিয়ে খাবার ও সাহায্য বহনকারী ট্রাক ঢুকতে দেয়া হলেও বিদেশি নাগরিকদের এবারই গাজা ছাড়ার সুযোগ দেয়া হলো।

বুধবার (১ নভেম্বর) রাফাহ ক্রসিং দিয়ে পাঁচশো বিদেশি নাগরিককে মিশরে ঢোকার অনুমতি দেয়া হয়। তবে কতোজন ফিলিস্তিনি গাজা ত্যাগের সুযোগ পাচ্ছেন, তা পরিষ্কার নয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৮ জন ফিলিস্তিনি রোগী গাজা ছাড়ার সুযোগ পেয়েছেন। কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় মিশর, ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনার পর গাজা থেকে এসব মানুষকে বের হওয়ার সুযোগ দেয়া হয়েছে। বুধবার অ্যাম্বুলেন্সে গাজা থেকে ফিলিস্তিনি রোগীদের মিশরের একটি ভ্রাম্যমাণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়

এদিকে, বুধবারও রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাক ঢুকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। জাতিসংঘ বলছে, যেখানে প্রতিদিন চারশো ট্রাক ত্রাণ দরকার, সেখানে যাচ্ছে মাত্র ১৪টি ট্রাক।