ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলের বিরুদ্ধে লড়তে এবার সেনা পাঠাল ইরান!

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • / ৪৭৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েল–হামাস সংঘাতে হামাসের পক্ষে থাকার ঘোষণা আগেই দিয়েছে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার জানা গেল ইসরায়েলের বিরুদ্ধে লড়তে লেবাননে প্রায় ৬ হাজার যোদ্ধা পাঠিয়েছে ইরান। এমন দাবিই করেছে ইসরায়েল। যদিও ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, তেল আবিবের বিরুদ্ধে লড়তে এবার নতুন মিলিশিয়া বাহিনী পাঠিয়েছে ইরান। এমন অভিযোগই করেছে ইসরায়েল। তেল আবিব দাবি করছে, সিরিয়ায় গঠিত এই বাহিনীর নাম ইমাম হোসেইন বিগ্রেড। এসব যোদ্ধা সীমান্তে মোতায়েন করে রাখবে হিজবুল্লাহ।

এদিকে ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনি নিহত বেড়ে ৯ হাজার ২০০ ছাড়িয়েছে। এর মধ্যেই ফিলিস্তিনি কর্মীদের ইসরায়েল ছাড়তে বলা হয়েছে। এক মাসের মধ্যে তিনবার তেল আবিব সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ বড় কোনো ঘোষণা দিতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে জোর দেন ব্লিঙ্কেন। তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন।

সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আলোচনার মধ্যে গাজার বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য সত্যিকারের দৃঢ় পদক্ষেপের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের বিরুদ্ধে লড়তে এবার সেনা পাঠাল ইরান!

আপডেট সময় : ০৩:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

ইসরায়েল–হামাস সংঘাতে হামাসের পক্ষে থাকার ঘোষণা আগেই দিয়েছে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার জানা গেল ইসরায়েলের বিরুদ্ধে লড়তে লেবাননে প্রায় ৬ হাজার যোদ্ধা পাঠিয়েছে ইরান। এমন দাবিই করেছে ইসরায়েল। যদিও ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, তেল আবিবের বিরুদ্ধে লড়তে এবার নতুন মিলিশিয়া বাহিনী পাঠিয়েছে ইরান। এমন অভিযোগই করেছে ইসরায়েল। তেল আবিব দাবি করছে, সিরিয়ায় গঠিত এই বাহিনীর নাম ইমাম হোসেইন বিগ্রেড। এসব যোদ্ধা সীমান্তে মোতায়েন করে রাখবে হিজবুল্লাহ।

এদিকে ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনি নিহত বেড়ে ৯ হাজার ২০০ ছাড়িয়েছে। এর মধ্যেই ফিলিস্তিনি কর্মীদের ইসরায়েল ছাড়তে বলা হয়েছে। এক মাসের মধ্যে তিনবার তেল আবিব সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ বড় কোনো ঘোষণা দিতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে জোর দেন ব্লিঙ্কেন। তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন।

সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আলোচনার মধ্যে গাজার বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য সত্যিকারের দৃঢ় পদক্ষেপের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।’