সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না: হাছান মাহমুদ
- আপডেট সময় : ০৮:১৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, দেশের সম্পদ ধ্বংস করছে। গত ২৮ অক্টোবর ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা। এখন তারা পালিয়ে থেকে হরতাল-অবরোধ দিচ্ছে। কিন্তু এতে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি সাধারণ মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।
জেল হত্যা দিবস উপলক্ষ্যে এর আগে শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।