ইরানের উত্তরাঞ্চলের একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
ইরানের সংবাদমাধ্যম মিজান অনলাইন পোর্টাল জানায়, ইরানের রাজধানী তেহরানের গিলান প্রদেশের একটি শহরের মাদক নিরাময় কেন্দ্রে আগুনে ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ১২ জনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
ইরানের গিলান প্রদেশের প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘী বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত হচ্ছে।
স্থানীয় বার্তা সংস্থা আইএসএনএ এ দুর্ঘটনার কয়েকটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। সেখানে দেখা যায়, আগুনে রাতের আকাশকে আলোকিত হয়ে আছে।
গত আগস্টে তেহরানে একটি দোকানে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ২০১৭ সালে ইরানে একটি ১৫ তলা ভবনে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ১৫ কর্মীসহ ২২ জন নিহত হন।