ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিল বাহরাইন
- আপডেট সময় : ০৬:৪৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে
গাজায় অব্যাহত হামলা নিয়ে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রতিবেশী সরকারগুলোর জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। অনেকেই দেশটি থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিচ্ছে। এরই মধ্যে ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে বাহরাইন।
বাহরাইনের পার্লামেন্টে নিম্নকক্ষের বিবৃতির পর গতকাল বৃহস্পতিবার দেশটির সরকার এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ইসরায়েলে নিযুক্ত তাঁদের রাষ্ট্রদূত ফিরে আসছেন এবং মানামাতে ইসরায়েলের রাষ্ট্রদূত ‘কিছুক্ষণ আগে’ চলে গেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
আগের দিন দেশটির পার্লামেন্টের পরামর্শক কমিটি জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও ছিন্ন করা হয়েছে। তবে ইসরায়েল বলেছে, বাহরাইনের সঙ্গে সম্পর্ক “স্থিতিশীল” রয়েছে।
এদিকে মানামার সরকারের বিবৃতিতে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনো কথা উল্লেখ করা হয়নি। তবে এতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় অব্যাহত হামালা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ নিয়ে গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্য জুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পরে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিচ্ছে অনেক দেশ। অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত বোমা হামলার মধ্যে বাহরাইনের মতো দেশগুলোর সঙ্গে ইসরায়েলের বৈরি সম্পর্ক তৈরি করেছে। জর্ডানও এই সপ্তাহের শুরুতে ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।