আবারও ইসরায়েল সফরে গেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ শুক্রবার তিনি তেল আবিব পৌঁছান। পৌঁছেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
বিবিসি জানায়, গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর এটি ব্লিঙ্কেনের তৃতীয় সফর। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েল সফর করেছেন।
গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে দৃঢ় পদক্ষেপের বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন জোর দেবেন বলে জানা গেছে। তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। তবে বৈঠকের ফলাফল এখনও জানা যায়নি।
সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আলোচনার মধ্যে গাজার বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য সত্যিকারের দৃঢ় পদক্ষেপের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।’
গেল ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামাসের হামলার পর আমেরিকা ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল।
এদিকে গাজা সিটি চতুর্দিক থেকে ঘিরে ফেলার দাবি করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের সেনারা হামাসের কেন্দ্রীয় আস্তানা গাজা সিটি পুরোপুরি ঘিরে ফেলেছে। সেখানে হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে।’
ইসরায়েল–হামাস চলমান সংঘাতে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ২২ হাজারের বেশি। গাজায় এখনো অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে হু হু করে বাড়ছে ফিলিস্তিনের বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা।