ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • / ৪১১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেল হত্যার ঘটনায় নিহত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তার সঙ্গে শ্রদ্ধা জানান জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সকালে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। এরপর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতার জাদুঘর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ নেতাদের পরিবারের সদস্যরা।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয়। তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি। আমরা জানি, সবচেয়ে নিরাপদ জায়গা কারাগার, যেখানে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয়। অথচ এ কারাগারেই জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর সঙ্গে দেশটাকে এগিয়ে নিচ্ছিলেন, তাদেরকে হত্যা করা হয়। আমরা মনে করি এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৮:০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

জেল হত্যার ঘটনায় নিহত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তার সঙ্গে শ্রদ্ধা জানান জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সকালে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। এরপর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতার জাদুঘর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ নেতাদের পরিবারের সদস্যরা।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয়। তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি। আমরা জানি, সবচেয়ে নিরাপদ জায়গা কারাগার, যেখানে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয়। অথচ এ কারাগারেই জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর সঙ্গে দেশটাকে এগিয়ে নিচ্ছিলেন, তাদেরকে হত্যা করা হয়। আমরা মনে করি এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।