টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে নেপাল ও ওমান
- আপডেট সময় : ০২:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
দশ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে নেপাল। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ওমানও। আসন্ন এই বিশ্বকাপে এশিয়া অঞ্চলের বাছাই পর্বের সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নেপাল এবং বাহারাইনকে হারিয়ে ওমান ফাইনালের পাশাপাশি নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকেট।
শুক্রবার (৩ নভেম্বর) নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত হওয়া প্রথম সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পায় ওমান। অপরদিকে মুলপানিতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে পরাজিত করে নেপাল।
আজ বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়া অঞ্চলের প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাহারাইন। আকিব ইলিয়াস ১০ রান খরচায় ৪ উইকেট নিলে ১০৬ রানের বেশি করতে পারেনি বাহরাইন। ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের অর্ধশতকে ভর করে সহজ জয় পায় ওমান। বাছাই পর্বের দ্বিতীয় সেমিফাইনালে আরব আমিরাতের দেওয়া ১৩৫ রানের টার্গেট ১৭ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় নেপাল।
মূলত ফুটবলের মত ক্রিকেট খেলার জনপ্রিয়তা কে বাড়ানোর জন্য আইসিসি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ২০ টি। যেখানে ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সংখ্যা ছিল ১২ টি।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টের পাশাপাশি ২০২২ টি-টোয়েন্টি আসরের পারফরম্যান্সের বিবেচনায় আসন্ন বিশ্বকাপে উঠেছে ১২টি দল। গত বিশ্বকাপের শীর্ষ আটটি দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং র্যাংকিং বিবেচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।
এছাড়াও বাছাই পর্ব খেলে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে কানাডা, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। সাথে আছে এশিয়া অঞ্চল থেকে নেপাল ও ওমান।
এতে করে আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের পর এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নিলো ওমান ও নেপাল।