গত ২৮ অক্টোবর বিএনপির যেসব নেতা সহিংসতার নির্দেশ দিয়েছে, তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। সহিংসতার দায় বিএনপি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সেদিন (২৮ অক্টোবর) যে সহিংস ঘটনা ঘটে, দলটির নেতারা সামনে বসে দেখছিলেন। নেতারা সিদ্ধান্ত দিচ্ছিলেন, আর কর্মীরা সেটার বাস্তবায়ন করছিলেন। তাই এ সহিংসতার দায় নেতারা এড়াতে পারবেন না।'
বিএনপি উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, 'তারা অবরোধ ডেকেছে। অবরোধ ডেকেই তারা সহিংসতায় লিপ্ত শুরু থেকেই।'
সেদিন আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার লক্ষ্য ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, 'যথেষ্ট আলামত রয়েছে, সেটি দেখা গ্রেপ্তার করা হচ্ছে।'
'সব বিষয় পর্যালোচনা করলে সেদিন যে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছিল, যারা সেদিন অবস্থান করছিলেন কেউ এর দায়দায়িত্ব এড়াতে পারবেন না। সেদিন নাইটিঙ্গেল মোড় পর্যন্ত তারা অবস্থান করার কথা থাকলেও হামলার উদ্দেশ্যেই তারা আগে থেকেই প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেন। এসব অরাজক পরিস্থিতির ভিডিওতে যাদের পাচ্ছি তাদের শনাক্ত করা হচ্ছে। আমরা সড়কে অনেক উন্নতমানের ক্যামেরা স্থাপন করেছিলাম, তারা সেদিন ক্যামেরাগুলোও নষ্ট করেছে। তারপরও আমাদের কাছে যথেষ্ট আলামত রয়েছে।'
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তের ওপর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ এ সমস্ত ঘটনা বাস্তবায়ন করেছে দলটির মাঠ পর্যায়ের নেতারা। কাজেই তারা দায় এড়াতে পারেন না। তিনি বলেন, পুলিশের তদন্তে তারা যদি নির্দোষ হয়, তারা খালাস পাবেন। আর না হলে তাদের নামে চার্জশিট হবে।