সাংবাদিকদের ওপর হামলার বিচার নিশ্চিতের দাবি

- আপডেট সময় : ০৩:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ৪৮৯ বার পড়া হয়েছে

গত ২৮শে অক্টোবর বিএনপির রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ (শুক্রবার) মানববন্ধন করেছে সচেতন নারী সমাজ। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নারীরা এতে অংশ নেন। এছাড়াও মানববন্ধনে যোগ দেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।
এসময় তারা বলেন, সাংবাদিকরা যেকোন দলের কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালন করেন। তারা কোন দলের হয়ে কাজ করেন না। তাই তাদের ওপর বর্বরোচিত হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, যারা সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের কাজই হলো সংবাদ প্রকাশ করা। এমন অন্যায় আচরণ করলে সাংবাদিকরা ভবিষ্যতে বিএনপির সংবাদ সম্মেলন প্রচার থেকে বিরত থাকবে বলেও জানান তিনি।