বিএনপি নেতা আমির খসরু গুলশান থেকে আটক
- আপডেট সময় : ০৬:৪২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ৪১৬ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আটক হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে গুলশানের একটি বাসা থেকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
এই তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
গত ২৮ অক্টোবরের সংঘর্ষের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালের পর এবার আটক হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এদিকে এবার টানা দুদিনের অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী ৫ ও ৬ নভেম্বর যথাক্রমে রোববার ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচী পালন করবে দলটি।
চলমান টানা ৩ দিনের অবরোধের শেষদিন বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ ছাড়া শুক্রবার সারা দেশ বাদ জুমা এই কয়েক দিনে আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।
এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও সরকারে পদত্যাগের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা।
এ সময় বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সে হামলা চালায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও। বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপরও হামলা করা হয়। ভাংচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।
ওই দিন সন্ধ্যায় রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। হরতালের মধ্যেও বিভিন্ন স্থানে বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে মঙ্গলবার থেকে টানা তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি।