ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মেট্রোরেলে আগারগাঁও থেকে মতিঝিল গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ৪২২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে মতিঝিল গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগারগাঁও স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেল আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়েন তিনি। এ সময় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পথ হারায়নি। যেটা আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের সাধারণ মানুষ সবাই যাতে মেট্রোরেলে যাতায়াত করতে পারে, জ্যাম থেকে যেন মুক্তি পায়, কর্মঘণ্টা বাঁচে ও সাধারণ মানুষের যেন আর্থিকভাবে ক্ষতি না হয় এবং সময়ের সাথে যেন চলতে পারে সে উদ্দেশ্য নিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি। আমি খুবি আনন্দিত, আজকে উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালু করতে পারছি এবং আমরা সামনে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এটা বর্ধিত করবো।

আজও মেট্রোরেলের চালক ছিলেন মরিয়ম আফিজা। আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে আগারগাঁও-মতিঝিল অংশটি যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ওইদিন থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত চলবে স্বপ্নের এ উড়াল ট্রেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এম এন এ সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী শনিবার এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন। এ লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে।

নিউজটি শেয়ার করুন

মেট্রোরেলে আগারগাঁও থেকে মতিঝিল গেলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে মতিঝিল গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগারগাঁও স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেল আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়েন তিনি। এ সময় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পথ হারায়নি। যেটা আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের সাধারণ মানুষ সবাই যাতে মেট্রোরেলে যাতায়াত করতে পারে, জ্যাম থেকে যেন মুক্তি পায়, কর্মঘণ্টা বাঁচে ও সাধারণ মানুষের যেন আর্থিকভাবে ক্ষতি না হয় এবং সময়ের সাথে যেন চলতে পারে সে উদ্দেশ্য নিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি। আমি খুবি আনন্দিত, আজকে উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালু করতে পারছি এবং আমরা সামনে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এটা বর্ধিত করবো।

আজও মেট্রোরেলের চালক ছিলেন মরিয়ম আফিজা। আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে আগারগাঁও-মতিঝিল অংশটি যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ওইদিন থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত চলবে স্বপ্নের এ উড়াল ট্রেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এম এন এ সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী শনিবার এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন। এ লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে।