ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত: তৃণমূল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ৪০৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য কমিশনকে আরও কাজ করতে হবে। আমরা তাদের পরিস্থিতি দেখছি, তারা কী পরিমাণ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আমরা আগে পরিস্থিতি দেখব। পরিস্থিতি বিবেচনা করে আমরা নির্বাচনে আসব কি আসব না, সে সিদ্ধান্ত নেব।’

আজ শনিবার (৪ নভেম্বর) সকালে ১৩ দলের সঙ্গে বৈঠকে বসে ইসি, যেখানে ছিল তৃণমূল বিএনপিও। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের একথা বলেন ।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমরা ২০১৪ ও ১৮ এর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ও জনগণকে আস্থায় আনতে পারে, এই ধরনের একটা নির্বাচনি পরিবেশ। নির্বাচন কমিশন আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছে আমরা সেগুলো পর্যবেক্ষণ করব। আমরা দেখব, তারা বাস্তবিক পক্ষে জনগণকে আস্থায় আনার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছে।’

তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বলেছি, একটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মূলক নির্বাচন করার জন্য। এ নির্বাচনে জনগণ যাতে আগ্রহী হয়। জনগণ যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়। জনগণের যাতে নিরাপত্তা থাকে। পাশাপাশি সকল দলের লেভেল প্লেয়িং ফিল্ড এবং সকল পার্টির আস্থাবোধ করে, এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে।’

ইসির প্রতি আস্থা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় দেখেছি, এই নির্বাচন এসপি (পুলিশ সুপার) করে দিয়েছে। পাশাপাশি পুলিশ কীভাবে ভোট জালিয়াতি করে, ভোটকেন্দ্র দখল করেছে, লেভেল প্লেয়িং ফিল্ড যে থাকে না তা শুধু আমি না অন্যান্য প্রার্থীও বলেছে। এবার আমরা দেখতে চাই, একই ঘটনার পুনরাবৃত্তি হয় কি না।’

নিউজটি শেয়ার করুন

পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত: তৃণমূল বিএনপি

আপডেট সময় : ১০:০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য কমিশনকে আরও কাজ করতে হবে। আমরা তাদের পরিস্থিতি দেখছি, তারা কী পরিমাণ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আমরা আগে পরিস্থিতি দেখব। পরিস্থিতি বিবেচনা করে আমরা নির্বাচনে আসব কি আসব না, সে সিদ্ধান্ত নেব।’

আজ শনিবার (৪ নভেম্বর) সকালে ১৩ দলের সঙ্গে বৈঠকে বসে ইসি, যেখানে ছিল তৃণমূল বিএনপিও। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের একথা বলেন ।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমরা ২০১৪ ও ১৮ এর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ও জনগণকে আস্থায় আনতে পারে, এই ধরনের একটা নির্বাচনি পরিবেশ। নির্বাচন কমিশন আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছে আমরা সেগুলো পর্যবেক্ষণ করব। আমরা দেখব, তারা বাস্তবিক পক্ষে জনগণকে আস্থায় আনার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছে।’

তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বলেছি, একটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মূলক নির্বাচন করার জন্য। এ নির্বাচনে জনগণ যাতে আগ্রহী হয়। জনগণ যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়। জনগণের যাতে নিরাপত্তা থাকে। পাশাপাশি সকল দলের লেভেল প্লেয়িং ফিল্ড এবং সকল পার্টির আস্থাবোধ করে, এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে।’

ইসির প্রতি আস্থা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় দেখেছি, এই নির্বাচন এসপি (পুলিশ সুপার) করে দিয়েছে। পাশাপাশি পুলিশ কীভাবে ভোট জালিয়াতি করে, ভোটকেন্দ্র দখল করেছে, লেভেল প্লেয়িং ফিল্ড যে থাকে না তা শুধু আমি না অন্যান্য প্রার্থীও বলেছে। এবার আমরা দেখতে চাই, একই ঘটনার পুনরাবৃত্তি হয় কি না।’