ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বকাপ শেষ হার্দিক পান্ডিয়ার

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ৪২১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটটাই কাল হলো হার্দিক পান্ডিয়ার। বাংলাদেশের বিপক্ষে গত ১৯ অক্টোবর পুনেতে চোট পেয়েছিলেন পান্ডিয়া। লিটনের একটি স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে চেয়েছিলেন। কিন্তু বেকায়দায় পড়ে ব্যথা পান ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার। এরপর ভারত বিভিন্ন শহরে বিশ্বকাপের ম্যাচ খেলে গিয়েছে, আর পান্ডিয়া গিয়েছেন বেঙ্গালুরুতে গেছেন চোট সারাতে। তাতে যে বিশেষ কোনো লাভ হয়নি, আজ জানা গেল। আনুষ্ঠানিকভাবে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে দলে ডাকা হয়েছে।

অবশ্য পান্ডিয়া না থাকার কারণে ভারতের তেমন কোনো সমস্যা হচ্ছে না। প্রথম ম্যাচগুলোতে হার্দিক পান্ডিয়া যখন দলে ছিলেন, তিনি কিছু ওভার করে দিতেন, আর তৃতীয় পেসার হিসেবে খেলতেন শার্দুল ঠাকুর। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পান্ডিয়া চোটে পড়ে মাঠের বাইরে গেলেন। শার্দুলও ভালো করছিলেন না। দুইয়ে মিলিয়ে তৃতীয় পেসার হিসেবে ভারত একাদশে টানতে বাধ্য হলো মোহাম্মদ শামিকে। পান্ডিয়ার ব্যাটিংটা পুষিয়ে দেওয়ার জন্য দলে ঢুকলেন সূর্যকুমার। এখন পর্যন্ত সেই ‘কম্বিনেশন’ বেশ ভালোই সুবিধা দিচ্ছে ভারতকে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ শেষ হার্দিক পান্ডিয়ার

আপডেট সময় : ০৬:৩৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটটাই কাল হলো হার্দিক পান্ডিয়ার। বাংলাদেশের বিপক্ষে গত ১৯ অক্টোবর পুনেতে চোট পেয়েছিলেন পান্ডিয়া। লিটনের একটি স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে চেয়েছিলেন। কিন্তু বেকায়দায় পড়ে ব্যথা পান ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার। এরপর ভারত বিভিন্ন শহরে বিশ্বকাপের ম্যাচ খেলে গিয়েছে, আর পান্ডিয়া গিয়েছেন বেঙ্গালুরুতে গেছেন চোট সারাতে। তাতে যে বিশেষ কোনো লাভ হয়নি, আজ জানা গেল। আনুষ্ঠানিকভাবে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে দলে ডাকা হয়েছে।

অবশ্য পান্ডিয়া না থাকার কারণে ভারতের তেমন কোনো সমস্যা হচ্ছে না। প্রথম ম্যাচগুলোতে হার্দিক পান্ডিয়া যখন দলে ছিলেন, তিনি কিছু ওভার করে দিতেন, আর তৃতীয় পেসার হিসেবে খেলতেন শার্দুল ঠাকুর। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পান্ডিয়া চোটে পড়ে মাঠের বাইরে গেলেন। শার্দুলও ভালো করছিলেন না। দুইয়ে মিলিয়ে তৃতীয় পেসার হিসেবে ভারত একাদশে টানতে বাধ্য হলো মোহাম্মদ শামিকে। পান্ডিয়ার ব্যাটিংটা পুষিয়ে দেওয়ার জন্য দলে ঢুকলেন সূর্যকুমার। এখন পর্যন্ত সেই ‘কম্বিনেশন’ বেশ ভালোই সুবিধা দিচ্ছে ভারতকে।