পাতাল রেলের নির্মাণকাজের উদ্বোধন
- আপডেট সময় : ০৪:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ৪১৮ বার পড়া হয়েছে
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল উদ্বোধনের পর এমআরটি লাইন-৫ (উত্তর রুট) এর নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা হবে পাতাল রেল। সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত এ লাইন হবে ২০ কিলোমিটার।
শনিবার (চৌঠা নভেম্বর) রাজধানীবাসীর দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুপুর আড়াইটায় সরকারপ্রধান মেট্রোরেলে চড়ে মতিঝিলে আসেন। সেখানে বিকেল সাড়ে ৩টার পর হেমায়েতপুর-ভাটারা অংশের নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করেন।
এমআরটি লাইন-৫ (উত্তর রুট) হেমায়েতপুর থেকে আমিনবাজার, গাবতলী, মিরপুর-১, মিরপুর-১০, বনানী ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।
এর আগে দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশনের উদ্বোধন আসেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে ট্রেনের স্বয়ংক্রিয় টিকিট (অস্থায়ী পাস কার্ড) নেন। এরপর কার্ড পাঞ্চ করে প্রধানমন্ত্রী ট্রেনেরে লাউঞ্জে প্রবেশ করেন। সেখানে পতাকা নেড়ে ট্রেন চলার সংকেত দেন। পরে মেট্রোরেলে চড়েই প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে আগারগাঁও থেকে মতিঝিলের উদ্দেশ্যে রওনা হন।