‘পুলিশ হত্যা-হাসপাতালে হামলা রাজনীতি নয়’
- আপডেট সময় : ০৪:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ হত্যা, হাসপাতালে হামলা ও জ্বালাও-পোড়াও করা রাজনীতি হতে পারে না। বিএনপি হত্যার রাজনীতি করে ক্ষমতা দখল করেছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনকল্যাণের রাজনীতি করে বলেই টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে।
শনিবার (চৌঠা নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের আরামবাগ মাঠে দলীয় জনসভায় অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অগ্নিসন্ত্রাস বিএনপির চরিত্র মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালাও-পোড়াও এটাই তাদের উৎসব, এটাই তাদের চরিত্র। তাদের আন্দোলন হচ্ছে অগ্নিসন্ত্রাস, মানুষ খুন করা, ধ্বংস করা, পুলিশের ওপর হামলা করা। কীভাবে এটা বন্ধ করতে হয় সেটা আমাদের জানা আছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন দিয়েছি। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ কর। মানুষ হত্যা করা বিএনপির কাজ। এটা তাঁরা করবে, কারণ মানুষ হত্যা করেই তারা ক্ষমতায় এসেছে।’
শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ আকাশ পথে রেললাইন দেখেছে। এবার পাতালে রেললাইন হচ্ছে। আজকে আমরা নিয়ে এসেছি মেট্রোরেল। উত্তরাবাসী মাত্র ৪০ মিনিটের মধ্যে মতিঝিল পৌঁছে যাবেন। যানজটে তাদের আটকে থাকতে হবে না। সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ পাতাল রেল করবো। যা ভবিষ্যতে উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এমআরটি লাইন বা মেট্রোরেলের মাধ্যমে ১২ হাজার প্রকৗশলীর চাকরির হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।’
এর আগে দুপুরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের চলাচলের উদ্বোধনের করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি আরামবাগ মাঠে দলীয় জনসভায় অংশ নেন। জনসভায় অংশ নেওয়ার আগে সরকারপ্রধান এমআরটি লাইন-৫ (উত্তর রুট) এর নির্মাণকাজের উদ্বোধন করেন। সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত এ লাইন হবে ২০ কিলোমিটার।