০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মঁপেলিয়ের বিপক্ষে পিএসজির বড় জয়

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৬:৩৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ৭৭ দেখেছেন

লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে পিএসজি বড় জয় পেয়েছে। শুক্রবার (তেসরা নভেম্বর) দিবাগত রাত ২টায় পার্ক ডেস প্রিন্সেসে মুখোমুখি হয় পিএসজি ও মঁপেলিয়ে। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় পিএসজি। দলের হয়ে গোল করেন লি ক্যাং-ইন, ওয়ারেন জাইরে-এমেরি ও ভিতিনহা।

ম্যাচের ১০ মিনিটে পিএসজির হয়ে লিড গোল উপহার দেন লি। ডিফেন্ডার আশরাফ হাকিমির পাস থেকে এই গোলটি করেন ফরোয়ার্ড লি। এরপরে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন এমেরি। ৫৮ মিনিটে ওসমান ডেম্বেলের সহায়তায় ব্যবধান ২-০ করেন মিডফিল্ডার এমেরি। ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন বদলি নামা ফরোয়ার্ড ভিতিনহা। এদিকে, কয়েকবার গোলের সুযোগ পেলেও জালের দেখা পাননি বড় তারকা কিলিয়ান এমবাপ্পে।

এই জয়ের কল্যাণে টেবিলের শীর্ষে উঠে এসেছে পিএসজি। ১১ ম্যাচ শেষে ৭ জয়, ৩ ড্র ও ১টি হার নিয়ে দলটির পয়েন্ট ২৪। অন্য দিকে এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছে নিস। আর ১১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে মঁপেলিয়ের।

মঁপেলিয়ের বিপক্ষে পিএসজির বড় জয়

আপডেট : ০৬:৩৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে পিএসজি বড় জয় পেয়েছে। শুক্রবার (তেসরা নভেম্বর) দিবাগত রাত ২টায় পার্ক ডেস প্রিন্সেসে মুখোমুখি হয় পিএসজি ও মঁপেলিয়ে। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় পিএসজি। দলের হয়ে গোল করেন লি ক্যাং-ইন, ওয়ারেন জাইরে-এমেরি ও ভিতিনহা।

ম্যাচের ১০ মিনিটে পিএসজির হয়ে লিড গোল উপহার দেন লি। ডিফেন্ডার আশরাফ হাকিমির পাস থেকে এই গোলটি করেন ফরোয়ার্ড লি। এরপরে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন এমেরি। ৫৮ মিনিটে ওসমান ডেম্বেলের সহায়তায় ব্যবধান ২-০ করেন মিডফিল্ডার এমেরি। ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন বদলি নামা ফরোয়ার্ড ভিতিনহা। এদিকে, কয়েকবার গোলের সুযোগ পেলেও জালের দেখা পাননি বড় তারকা কিলিয়ান এমবাপ্পে।

এই জয়ের কল্যাণে টেবিলের শীর্ষে উঠে এসেছে পিএসজি। ১১ ম্যাচ শেষে ৭ জয়, ৩ ড্র ও ১টি হার নিয়ে দলটির পয়েন্ট ২৪। অন্য দিকে এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছে নিস। আর ১১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে মঁপেলিয়ের।