ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
গাজীপুরের জয়দেবপুরে গাড়ি পোড়ানোর মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত :::: অর্জনকে নস্যাৎ করতে পতিত স্বৈরাচার পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে : মির্জা ফখরুল :::: সুপ্রিম কোর্ট ও দেশের জেলা আদালতগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টিতে প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ :::: চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১ হাজার ৪৭৬ জনকে আসামি করে তিনটি মামলা

ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ৫১

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ৪২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা ভূখণ্ডের আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় ৫১ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। শনিবার (৪ই নভেম্বর) রাতে ইসরাইলি বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। রোববার (৫ই নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাঘাজি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় ৫১ জন নিহত হয়েছেন।

হামলার বিষয়ে এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, আল মাঘাজি শরণার্থী ক্যাম্পে হামলার পর ৩০ জনের বেশি মরদেহ আল আকসা মার্টায়ার্স হাসপাতালে এসেছে। কয়েক দিন আগেই গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) হামলায় কমপক্ষে ১৯৫ জন নিহত হন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। চলমান সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ২২ হাজারের বেশি। গাজায় এখনও অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে হু হু করে বাড়ছে ফিলিস্তিনের বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ৫১

আপডেট সময় : ০৫:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

গাজা ভূখণ্ডের আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় ৫১ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। শনিবার (৪ই নভেম্বর) রাতে ইসরাইলি বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। রোববার (৫ই নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাঘাজি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় ৫১ জন নিহত হয়েছেন।

হামলার বিষয়ে এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, আল মাঘাজি শরণার্থী ক্যাম্পে হামলার পর ৩০ জনের বেশি মরদেহ আল আকসা মার্টায়ার্স হাসপাতালে এসেছে। কয়েক দিন আগেই গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) হামলায় কমপক্ষে ১৯৫ জন নিহত হন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। চলমান সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ২২ হাজারের বেশি। গাজায় এখনও অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে হু হু করে বাড়ছে ফিলিস্তিনের বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা।