অবরোধের কারণে দেশের ক্ষতি হচ্ছে: পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ১০:৩৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন ‘বর্তমানে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে দেশের অর্থনীতিতে কিছুটা প্রভাবিত হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নাই। তবে নির্বাচনের সময় যত এগিয়ে আসবে এসব আর থাকবে না। নির্বাচনের জন্য দেশের মানুষ অনেক উৎসাহী।’
নির্মাণাধীন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে শিক্ষার্থীদের পাঠদান উদ্ধোধনী অনুষ্ঠান শেষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অবরোধের কারণে দেশের ক্ষতি হচ্ছে। তবে দেশের মানুষ এমন অরাজকতা চায় না, তারা চায় নির্বাচনের মাধ্যমে একটি সরকর গঠন হোক।’
পাঠদান কার্যক্রম উদ্ধোধনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন– সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. মো. শামসুদ্দিন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এসান শাহ, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন।
২০১৮ সালের ৪ নভেম্বরে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে প্রায় ১১ হাজার ৭ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পটি অনুমোদন দেন। পরবর্তীতে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়।